নতুন ধারাবাহিকে ফিরছেন ‘নিম ফুলের মধু’র পর্ণা, বিপরীতে নায়ক কে?

পল্লবী শর্মা

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। আর এই সিরিয়ালের দৌলতে বাংলার ঘরে ঘরে বিপুল জপ্রিয়তা পেয়েছেন দত্ত বাড়ির বউমা পর্ণা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা।

খুব শীঘ্রই টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে নিম ফুলের মধু। ধারাবাহিক শেষ হবার আগেই দর্শকের জন্য আবারও সুখবর দিলেন পল্লবী। ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথেই নতুন ধারাবাহিকে দেখা যাবে পল্লবীকে।

জানা যাচ্ছে, ক্রেজি প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসন্ন ধারাবাহিকে ফের নায়িকার চরিত্রে দেখা মিলবে তার। তবে বিপরীতে কে থাকছেন? পল্লবীর বিপরীতে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। এর আগে কালার্স বাংলার ‘সোহাগ চাঁদ’-এ নায়কের চরিত্রে দর্শক শেষ দেখেছিলেন অভিষেককে। যদিও গত বছরই ইতি টানে এই মেগা। এবার পর্দায় পল্লবী- অভিষেকের জুটি কতটা দর্শকের মন কাড়তে পারে, সেটাই দেখার পালা।

পল্লবী শর্মা

জানা যাচ্ছে, ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও নাকি শুট করা হয়ে গিয়েছে। লুক টেস্টের মাধ্যমে সব ফাইনালও হয়ে গেছে। তবে ধারাবাহিকের নাম এখন প্রকাশ্যে আনা হয়নি। স্টার জলসার পর্দায় আসছে পল্লবীর নতুন ধারাবাহিক।