চলতি সপ্তাহে টিআরপিতে হেরে গেল ‘নিম ফুলের মধু’। বাংলার টপার স্থান ছিনিয়ে নিল ‘গীতা এলএলবি’। দ্বিতীয় স্থানে জায়গা করে নিল স্টার জলসার ‘ফুলকি’ ধারাবাহিক। এক সময় বাংলার শীর্ষস্থানে ছিল ‘নিম ফুলের মধু’। তবে দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছে এই মেগা।
এই সপ্তাহে ‘শুভ বিবাহ’-এর টিআরপি এক ধাক্কায় অনেকটা কমে গেছে। অন্যদিকে প্রতীক সেনের ‘উড়ান’ চতুর্থ স্থানে রয়েছে। চলতি সপ্তাহে টিআরপি নবম স্থান দখল করে রাখল ‘মিঠিঝোরা’ ধারাবাহিক।
চলতি সপ্তাহে ৭.৩ নম্বর নিয়ে প্রথম স্থান দখল করল গীতা এলএলবি। ৭.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি এবং ৬.৯ নম্বর নিয়ে তৃতীয় স্থানে নিম ফুলের মধু। ৬.৮ নম্বর নিয়ে চতুর্থ স্থানে যুগ্ম ভাবে জায়গা দখল করেছে কথা এবং উড়ান। আর ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক।
প্রথম – গীতা LLB (৭.৩)
দ্বিতীয় – ফুলকি (৭.১)
তৃতীয় – নিম ফুলের মধু (৬.৯)
চতুর্থ – কথা । উড়ান (৬.৮)
পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৪)
ষষ্ঠ – জগদ্ধাত্রী । রোশনাই (৬.৩)
সপ্তম – শুভ বিবাহ (৬.১)
অষ্টম – বধূয়া (৫.৯)
নবম – মিঠিঝোরা (45min) (৫.৪)
দশম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.২)