এই মুহূর্তে জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী নবনীতা মালাকার (Nabanita Malakar)। যাকে দর্শক তিন্নি হিসাবে চেনেন। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন বাদে আবার পর্দায় ফিরেছেন তিনি।
‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘পুণ্যি পুকুর’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘মনসা’, ‘মঙ্গলচণ্ডী’র মতো ধারাবাহিকের একসময় দাপিয়ে অভিনয় করেছিল একসময়। কিন্তু এরপর কাজ না পাওয়ায় অনেকদিন বাড়িতে বসেছিল। সেই সময় ইউটিউবে চ্যানেল খোলেন নবনীতা। আর সেখান থেকেই আবার জনপ্রিয়তা পান।
পর্দায় ভিলেন হলেও তিন্নি কিন্তু বাস্তবে একেবারে আদর্শ মেয়ে। একা হাতে গোটা সংসার চালান তিনি। একসময় ‘ঘরে ঘরে জি বাংলা’ শোতে নিজের জীবন যুদ্ধের কথা তুলে ধরেন। আর সেখান থেকেই জানা যায় এই জায়গা আসতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।
জলপাইগুড়ির এক সাধারণ পরিবারে তার জন্ম। সেখানে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু তার বাবা-মা কখনোই তাকে জোর করেননি। বরং তার সবসময় তাকে বলত আগে নিজের পায়ে দাড়াও। বা-মার সহযোগিতায় আজ ঘরে ঘরে অভিনেত্রী হিসাবে সাফল্য পেয়েছে।
আরও জানা যায়, তার বাবা-মা দুজনেই অসুস্থ। নবনীতার একটি বোনও রয়েছেন। সংসারে একমাত্র তিনি উপার্জন করেন। গোটা সংসারের দায়িত্ব তার কাঁধে। পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে এক চালার বাড়িতে থাকেই তিন্নি। একদিকে সংসার চালানো, অন্যদিকে বাবা-মায়ের ওষুধ পুরোটাই একা হাতে সামলাতে হয় তাকে।
অভিনেত্রী জানান, বেশ কয়েকমাস তিনি বেকার ছিলেন। কাজ মিলছিল না। তাই অর্থনৈতিক চাপের কারণেই পজেটিভ চরিত্রে থেকে নেগেটিভ চরিত্রে আসতে হয়। তবে সেই আগের পরিস্থিতি আনেকটাই সামলে উঠেছেন। বাবা-মায়ের জন্য একটা বাড়িও বানিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে দর্শকের এত ভালোবাসায় আপ্লুত ছোটপর্দার তিন্নি।