এই মুহূর্তে বাংলার দজ্জাল শাশুড়ি হিসাবে পরিচিতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের বাবুর মা কৃষ্ণা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
তবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। পর্দায় তার মুখে ‘বাবুউ’ ডাকটা এখন ভাইরাল। পর্দায় বাবুর মা হতে গিয়ে মিলেছে অপমান। বৌমার জীবন অতিষ্ট করে তোলার জন্য দর্শকেরা তাকে নিয়ে হামেশাই মশকরা করে থাকেন। এমনকি এর ভীষণভাবে বাজে প্রভাব পড়ছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও।
এই প্রসঙ্গেই আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণা থুড়ি অরিজিতা মুখোপাধ্যায় জানান, ‘সবাই জানে আমি এটা আমার চরিত্রের খাতিরে করছি। তবুও অনেক সময় অনেকেই ব্যক্তি খুব খারাপভাবে আমায় আক্রমণ করে। গল্পে ভালো থাকলে খারাপ থাকবেই। পর্দায় যা করি তার সাথে আমার ব্যক্তিগত কোনও মিল নেই। মাঝেমধ্যে আমায় নিয়ে এত কটাক্ষ আমার মা এগুলো নিতে পারেন না। একবার তো একজন বলেছিলেন যে আমার যেন কঠিন রোগ হোক আর তাতে আমি মরে যাই। এগুলোই সত্যিই খারাপ লাগে।”