অবিশ্বাস্য! প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘নিম ফুলের মধু’, সকলকে টেক্কা দিয়ে জয়জয়কার ‘জগদ্ধাত্রী’র! বাজিমাত পরিণীতা’র

নিম ফুলের মধু

বাংলা ধারাবাহিকের টিআরপি’তে বড় চমক। সকলকে হারিয়ে ফের বাংলার টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। যা সত্যিই অবিশ্বাস্য। কারণ বহুদিন ধরে বাংলার শীর্ষস্থান হারিয়েছে জি-বাংলার এই মেগা। সেক্ষেত্রে আবার প্রথম স্থানে ফিরে আসা বড় চ্যালেঞ্জ। আর সেটাই করে দেখাল জগদ্ধাত্রী ধারাবাহিক।

বাংলার প্রথম স্থান এবার তার দখলে। পাশাপাশি বাংলার প্রথমে রয়েছে ফুলকি ধারাবাহিক। এদিকে স্লট পাল্টাতেই খারাপ হাল ‘নিম ফুলের মধু’র। টিআরপির প্রথম পাঁচে স্থান হারাল সৃজন-পর্ণা। অন্যদিকে উদয়ের নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ প্রথম সপ্তাহে টিআরপি তিনে জায়গা দখল করে নিয়েছে।

এক নজরে দেখে নেওয়া যায় প্রথম দশ তালিকা

প্রথম – ফুলকি । জগদ্ধাত্রী (৭.১)

দ্বিতীয় – কথা । গীতা LLB (৭.০)

তৃতীয় – পরিণীতা (৬.৭)

চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৬.৬)

পঞ্চম – উড়ান । রাঙামতি (৬.৪)

ষষ্ঠ – আনন্দী (৬.১)

সপ্তম – তেঁতুলপাতা | নিম ফুলের মধু (৫.৬)

অষ্টম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ । অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৫)

নবম – রোশনাই (৫.৪)

দশম – শুভ বিবাহ (৫.৩)