বাংলা টিআরপি তালিকায় ফের ওলট পালট। ফের হেরে গেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। একঘেয়ে ঈশার ট্র্যাকে প্রথম স্থান হাতছাড়া পর্ণা-সৃজনের। অন্যদিকে প্রথম স্থান ছিনিয়ে নিল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’।
এদিকে কিছুটা নম্বর বেড়েছে তোমাদের রানী ধারাবাহিকের। আগামীদিনে এক থেকে দশের মধ্যে আবার ফিরতে পারে রানী-দুর্জয়। এদিকে বিদায় পর্বে টিআরপি ভালো পাচ্ছে ‘জল থই থই ভালোবাসা’। অষ্টম স্থান দখল করে নিয়েছে অপরাজিতা আঢ্যের ধারাবাহিক।
এদিকে ওপেনিংয়েই বাজিমাত করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘উড়ান’। স্লট না পেলেও প্রথমেই ৫.০ টিআরপি পেল প্রতীক সেনের নতুন ধারাবাহিক।
চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করেছেন ‘ফুলকি’, তার প্রাপ্ত নম্বর ৬.৮। ৬.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’, ৬.৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ‘গীতা এলএলবি’ এবং ৬.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘কথা’ আর ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। ৬.২ রেটিং পেয়ে পঞ্চম স্থান দখল জগদ্ধাত্রীর।
প্রথম – ফুলকি (৬.৮)
দ্বিতীয় – নিম ফুলের মধু (৬.৭)
তৃতীয় – গীতা LLB (৬.৬)
চতুর্থ – কথা | কোন গোপনে মন ভেসেছে (৬.৪)
পঞ্চম – জগদ্ধাত্রী (৬.২)
ষষ্ঠ – অনুরাগের ছোঁয়া (৫.৪)
সপ্তম – উড়ান (৫.০) (ওপেনিং)
অষ্টম – বধূয়া । জল থই থই ভালোবাসা (৪.৯)
নবম – রোশনাই (৪.৮ )
দশম – আলোর কোলে । মিঠিঝোরা (৪.৫)