একসময় গালাগাল শুনতে হত, আজ নিজের অভিনয় গুণেই সকলের প্রিয় ননদ ‘নিম ফুলের মধু’র বর্ষা

অভিনেত্রী শৈলী ভট্টাচার্য

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। আর এই ধারাবাহিকে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শৈলী ভট্টাচার্য। যাকে আপনারা পর্ণা’র ননদ বর্ষা চরিত্রে অভিনয় করতে দেখতে পেরেছেন। তার অভিনয় দর্শকের মন জিতে নিয়েছে।

নিম ফুলের মধু

 পর্ণার সাথে বর্ষার বন্ডিং বেশ ভালোই দেখানো হয়েছে। যা দেখে বেশ খুশি হয়েছেন দর্শক।

নিম ফুলের মধু

ধারাবাহিক চলাকালীন একসময় টলিউড ফোকাস কলকাতা নামে একটি ইউটিউব চ্যানেলে অভিনয় জীবনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। শৈলী জানিয়েছেন, পর্দার বর্ষা শান্ত স্বভাবের মেয়ে হলেও বাস্তবে শৈলী খুব চঞ্চল। পর্দায় অবহেলার মধ্যে মানুষ হলেও বাস্তবে ভীষণ আদরে মানুষ হয়েছে।

অভিনেত্রী জানান তিনি খুব ছোটবেলায় অভিনয় জগতে পা রেখেছিলেন।  ‘শব চরিত্র’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন। ওয়েব সিরিজের একটি দৃশ্য মাঝেমধ্যে এখনও ভাইরাল হয়ে থাকে। সেই দৃশ্যের জন্য দর্শকের কাছে একসময় গালাগালও শুনতে হয়েছে তাঁকে। এমনকি বাংলাদেশ থেকেও ফোন করে তাকে কথাও শোনাতেন। একসময় যেই দর্শক তাঁকে গালগাল দিয়েছিলেন আজ নিজের অভিনয় গুণেই তাদের কাছে প্রশংসা পাচ্ছে শৈলী।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here