“শুধু চুপ করে আছে বলে তার মানে… অনেক কান্না লুকিয়ে”, অবশেষে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নীলাঞ্জনা

নীলাঞ্জনা শর্মা

একসময় যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। আচমকাই দুজনের পথ আলাদা হয়ে যাওয়ার কারণ নিয়ে যীশু-নীলাঞ্জনা কেউই তেমনভাবে সরাসরি কোন কথা বলেননি। আইনিভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও এই মুহূর্তে দুজনে রয়েছেন আলাদা। তবে শোনা যায়, মুম্বইয়ে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারনেই সাংসারিক সম্পর্কে ভাঙন ধরে তাদের।

সম্প্রতি বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা যায় নীলাঞ্জনা শর্মাকে। নীলাঞ্জনা তার পোস্টে লেখেন, ‘কেউ নিজের ব্যথার তকমা নিয়ে ঘুরে বেড়ায় না। বিবাহ বিচ্ছেদ, বাবা মাকে হারানো, অনিদ্রা অথবা জীবনের হাল ছেড়ে দেওয়া, এই সমস্ত গল্প সবার জীবনেই রয়েছে। তবে এইসব পেরিয়ে যদি আপনি যুদ্ধ করতে চান তবেই আপনি জীবনে বাঁচতে পারবেন।’

যীশু-নীলাঞ্জনা

নীলাঞ্জনা আরও লেখেন, ‘কেউ শুধু চুপ করে আছে বলে তার মানে এই নয়, তার জীবনে কোন কষ্ট নেই। কেউ নিজের সম্পূর্ণ গল্প পোস্ট করে না। সাফল্যের পেছনেও অনেক কষ্ট রয়েছে। হাসির পেছনেও অনেক কান্না লুকিয়ে থাকে। আত্মবিশ্বাসের পেছনেও অনেক ভেঙে যাওয়ার গল্প থাকে। পৃথিবী আপনার ব্যথাকে প্রশ্রয় দেবে না তাই ভালো আছি এই কথার আড়ালে বেঁচে থাকতে হয়।’

বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন থেকে ব্যক্তিগত জীবনে নিজেকে অনেকটাই সামলে উঠেছেন নীলাঞ্জনা, তা তার পোস্ট দেখেই বোঝাই যাচ্ছে। পুরনো সবকিছু ভুলে নীলাঞ্জনার সামনে এগিয়ে যাওয়াকে অনেকেই বাহবা জানিয়েছেন।