বহু আগে একবার নীল আর তৃণার বিচ্ছেদের খবরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সেই গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তারা। আচমকাই আবার সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে শুরু গুঞ্জন।
আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নীল আর তৃণা নাকি মাত্র চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন আর বিয়ের চুক্তি শেষ হতেই নাকি তারা এবার নাকি সত্যি সত্যি বিয়ে ভাঙতে চলেছে। ফেসবুক, ইউটিউব চারিদিকে এই খবরে আতঙ্কিত তার ভক্তরা।
নীল আর তৃণার বিচ্ছেদের খবর কি সত্যি? ৪ বছরের চুক্তির বিয়ে ভাঙতে চলেছে তারা? অবশেষে এই নিয়ে নীল মুখ না খুললেও আসল সত্যি সামনে আনলেন স্বয়ং অভিনেত্রী।
এই ব্যাপারে জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তৃণার সাথে। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘এ রকম কিছুই হচ্ছে না। এ বারেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পুরোটাই মিথ্যে।’