পথশিশুদের খাবার বিতরণ করলেন নীল-তৃণা

নীল-তৃণা

রাজ্যে জারি লকডাউন। একশ্রেণী মানুষের কাছে এটি সুখকর হলেও অন্যশ্রেণী মানুষের কাছে অভিশাপ। কারণ লকডাউনে রোজগার নেই। সংসার চালানোর মতো অর্থও নেই। সবচেয়ে খারাপ অবস্থা ফুটপাতবাসীর। যারা রাস্তায় থাকেন, লকডাউনের জন্য রাস্তায় লোকজন নেই, মিলছে না খাবার। তাদের কথা ভেবে এবং পথশিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিল টলি জনপ্রিয় জুটি নীল-তৃণা ।

দুঃস্থ ফুটপাতবাসীরদের এবং পথশিশুদের জন্য খাবার বিতরণ করার উদ্যোগ নিলেন নীল-তৃণা । কিছুদিন আগে তারা যে স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছেন, সেই সংস্থার হাত ধরেই খাবার বিলি করলেন তারা। এদিন দুইজনে মিলে রাস্তায় নেমে প্রায় ৫০০ খাবার প্যাকেট বিলি করলেন ফুটপাতবাসীরদের এবং পথশিশুদের।

প্রথমদিন তাদের দেখা যায় কুমোরটুলি এলাকায়। রিকশাওয়ালা এবং দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে এবং পরের দিন ভবানীপুর এলাকায় পথশিশুদের হাতে তুলে দেন খাবারের প্যাকেট। করোনা পরিস্থিতিতে এইভাবে ফুটপাতবাসীরদের এবং পথশিশুদের মুখে হাসিয়ে ফুটিয়ে তুললেন এই দম্পতি।.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here