আজকাল পর্দায় ধারাবাহিক টিকতে গেলে প্রয়োজন টিআরপি। এক থেকে দশের মধ্যে থাকতে হবে নয়তো স্লট লিড করতে হবে। টিআরপি না পেলেই মাত্র এক থেকে দুমাসের মধ্যে ধারাবাহিক বন্ধ করে দেন চ্যানেল।
সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারে গা’। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর আবার পর্দায় ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিপরীতে অভিনেতা নীল ভট্টাচার্য। মধুমিতা আর নীল দুইজনেই হাই ভোল্টেজ শিল্পী তাই আশা রাখাই যায় তাদের ধারাবাহিক ভালো সাড়া ফেলবে পর্দায়।
তবে এই মেগা প্রাইম টাইমে আসবে এমনটাই ভেবেছিলেন দর্শকেরা। বিকেল সাড়ে পাঁচটার স্লটে দেওয়া হবে কল্পনা করতে পারেনি কেউ। অনেকের মতে বিকেল সাড়ে পাঁচটার স্লটে টিআরপি ওঠা সম্ভব নয় কারণ তখন বাড়ির মা-বোনেরা সকলেই ব্যস্ত থাকেন। তবে অতীত ফিরে দেখলে বিকেল সাড়ে পাঁচটার স্লটে টিআরপিতে ছক্কা হাঁকাত ইচ্ছে নদী’র মতো ধারাবাহিক। এই স্লটে গুড্ডিও ভালো ফল করেছে।
ম্যাজিক মোমেন্টস এই মেগা নিয়ে চ্যানেলের ভালো আশা ছিল তবে পর্দায় সম্প্রচার হয়ার পর পুরোটাই ব্যতিক্রম। অক্টোবরের ১৫ তারিখে এক মাস হবে এই মেগার টিআরপির এক থেকে দশ তো দূরের কথা প্রতিপক্ষের কাছে রীতিমত গো হারা হারতে হচ্ছে এই নতুন মেগাকে।
যদিও চ্যানেল এখনো ভরসা রেখেছে টিআরপি ভালো হওয়ার। তবে টিআরপি এই ভাবে চলতে থাকলে এই ধারাবাহিকও খুব বেশিদিন চলবে না এমনটাই আন্দাজ করছেন নেটিজেনরা।