‘কৃষ্ণকলি’র নিখিল চরিত্রেই তুমুল সাফল্য! গত তিন বছরে ভাটা পড়েছে জনপ্রিয়তায়, নতুন শুরুর আগে সাফল্য আর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন নীল ভট্টাচার্য

নীল ভট্টাচার্য

২০২২ সালে শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পায় নীল ভট্টাচার্য অভিনীত ‘নিখিল’ চরিত্রটি। মাঝে কেটে গেছে তিন বছর। এর মধ্যে আরও নীল আরও তিনটি ধারাবাহিকে কাজ করলেও তার কোন চরিত্রই ‘নিখিল’ কে টেক্কা দিতে পারেনি।

ছোটপর্দায় সাফল্য পাওয়ার পরও আচমকাই গিতি থেমে যাওয়া কি ভাবায় অভিনেতাকে? বর্তমানে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শাক্য চরিত্রের মাধ্যমে কি আবারও পুরনো ধারায় ফিরতে পারবেন নীল?

এই প্রসঙ্গে নীল জানান, “সবার জীবনেই চড়াই-উতরাই রয়েছে। সুতরাং সাফল্য উপভোগ করলে, ব্যর্থতা গ্রহণ করার ক্ষমতাও থাকা উচিত।” অভিনেতার জীবনে শাহরুখ খানই তার একমাত্র অনুপ্রেরণা।

নীল আরও বলেন, “আমার অনুপ্রেরণার জীবনেও অনেক ওঠাপড়া এসেছে। তাকে দেখে আমি অনেক শিক্ষা নিয়েছি। আর সবসময় আমাদের হাতেও অনেক কিছু থাকে না। আজ আমির খানের ‘সিতারে জ়মীন পর’ বক্সঅফিসে ভাল ব্যবসা করেনি। তা বলে, কি উনি ভাল অভিনেতা নন? তাই ভাল-খারাপ যাই হোক, আমার প্রতিটা ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা খুব ভাল।”

নীলের আসন্ন নতুন ধারাবাহিকে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রথম বার মধুমিতা সরকারের সঙ্গে জুটিতে দেখা যাবে নীলকে।