চার বছরের দাম্পত্য জীবনের ইতি! এবার বিচ্ছেদের পথে নীল-তৃণা?

নীল-তৃণা

টেলি পাড়ায় জনপ্রিয় দম্পতি অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য। নীল বর্তমানে অভিনয় করছেন অমর সঙ্গী ধারাবাহিকে। অন্যদিকে তৃণা’র নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

তবে এর মাঝেই আচমকাই তাদের ঘিরে এক খারাপ খবর শোনা যাচ্ছে। নীল আর তৃণার দাম্পত্যের সম্পর্কে নাকি এবার ফাটল ধরছে। কলেজ জীবন থেকে একসঙ্গে তারা। দীর্ঘদিন প্রেমের পর ২০২১ সালে বিয়ে সারেন।

দুজনেই চুটিয়ে সংসার করছিলেন তারা। আচমকাই এমন কি হল যে  চার বছরের দাম্পত্য জীবনে ফাটল দেখা দিল? যদিও তারা নিজেরা এই বিষয়ে কিছু জানায় নি।

তবে টেলি পাড়ার জোর গুঞ্জন নীল আর তৃণা নাকি আলাদা থাকছেন। যদিও এই খবর কতটা সত্য তা আমরা যাচাই করিনি। শুধুমাত্র টেলি পাড়ার গুঞ্জনের ভিত্তিতেই এই তথ্য। গুঞ্জন ছড়িয়েছে নীল-তৃণা’র মধ্যে নাকি আগের মতো সম্পর্ক নেই। তাহলে কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নীল-তৃণা?

সুত্রঃ https://binodonxp . com/entertainment/neel-trinas-relationship-is-on-the-way-to-separation-25422