জি-বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরেই নিখিল-শ্যামা’র জুটি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। নিখিল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং শ্যামা চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াসা রায়।
তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই জুটিকে ফেরানো হয় ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের হাত ধরে। সেখানেও তাদের জুটি ভালো সাফল্য পায়।
বহুদিন পর আবার নীল আর তিয়াসাকে একসাথে দেখা গেল রিলস ভিডিওতে। দেবের খাদান ছবির ট্রেন্ডিং গান ‘কিশোরী’ গানে রিলস ভিডিও বানালেন নীল-তিয়াসা। দীর্ঘদিন বাদে আবারও তাদের একসাথে রিলস ভিডিও বানাতে দেখা গেল। তাদের আবার একসাথে দেখে খুশি হয়েছেন তাদের ভক্তরা।
View this post on Instagram