অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে নতুন ধারাবাহিক। জি-বাংলায় আসছে এই মেগা। ইতিমধ্যে প্রোমো শুট শেষ। তারই প্রথম ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই নতুন ধারাবাহিকের থাকবে দুই নায়িকা এবং দুই নায়ক। দুই নায়িকার চরিত্রে দেখা মিলবে দুই শালিক খ্যাত অভিনেত্রী নন্দিনী দত্ত এবং অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। তাদের বিপরীতে রয়েছেন সোমরাজ মাইতি এবং মিঠিঝোরা খ্যাত মৈনাক ঢোল। এই খবর আপনাদের আগেই জানিয়েছিলাম। তবে এবার তাদের প্রথম লুক সামনে এলো।
‘কনে দেখা আলো’ এই নতুন মেগায় ভালবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্প ফুটে উঠবে। গ্রামের মেয়ে ‘লাজবন্তী’র চরিত্রে দেখা যাবে সাইনাকে এবং ‘বনলতা’র চরিত্রে দেখা যাবে নন্দিনীকে। ধারাবাহিকের প্রথম ঝলকেই নতুন কনে সাজে দেখা মিলল দুই নায়িকার। অন্যদিকে বর সাজে সোমরাজ-মৈনাক। খুব শীঘ্রই অফিশিয়াল চ্যানেলের মুক্তি পাবে সেই প্রোমো।