ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করলেও, বাবার স্বপ্ন পূরণ করতে ফুটপাথেই পাইস হোটেল নিয়ে ব্যবসা শুরু করেন নন্দিনী। নন্দিনীদির হেঁশেলে ফুটপাথে জিন্স-টিশার্ট পরেই, গলায় ব্লু টুথ হেডফোন ঝুলিয়ে রান্না করা, খাবার পরিবেশন করা মেয়েটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সাথেও যুক্ত নন্দিনী গঙ্গোপাধ্যায়। প্রায়শই বিভিন্ন ফুড ভ্লগ, ব্র্যান্ড শ্যুটও করতে দেখা যায় তাকে। সম্প্রতি সকল অনুরাগীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন। নন্দিনী জানান, একসঙ্গে খাওয়া-দাওয়া-গল্প-আড্ডায় কেটেছে তার এবারের পুজো।
সেইসাথে ভাইরাল দিদি আর জানান, কিছু মাস তার মা অসুস্থ ছিল। তাই মায়ের খেয়াল রাখতেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সবকিছু থেকে। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ দেখা যেত না তাকে। তবে মায়ের শারীরিক অবস্থা এক্তু ঠিক হতেই লাইভে এসে নন্দিনীদি বলেন, ‘কিছু নতুন হতে চলেছে এই বছর। এই বছরই। ডিসেম্বরের মধ্যে। তোমাদের জন্য রয়েছে সুখবর।’ চলতি বছরেই কি সুখবর দিতে চলেছেন ভাইরাল দিদি? তা জানার অপেক্ষায় গোটা নেটপাড়া।
বছরখানেক আগেই খুব বেশি ধুমধাম করে নয়, বরং আইনি মতেই রুদ্র দাসের সঙ্গে বিয়ে সারেন নন্দিনী। তার মত তার বরেরও নাকি হোটেলেরই ব্যবসা। তবে সেভাবে প্রচারের আলোয় আসেন না রুদ্র।