চুপিসারে বিয়ে সারলেন ডালহৌসি পাড়ার সেই ভাইরাল নন্দিনী দিদি। যদিও বাগদান ও আইনি বিয়ে আগেই সেরেছিলেন। সম্প্রতি দোলের দিনই নাকি সামাজিক বিয়ে সেরেছেন নন্দিনী গঙ্গোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সামনে এসেছে গায়ে হলুদ থেকে শুরু করে সিঁদুর দানের ভিডিও। এমনকি বিয়ের দিন সকালেও নিজের নিউটাউনের সি ব্লকে পাইস হোটেলে রান্না সেরে তবেই বিয়ে করতে যান নন্দিনী।
Instagram-এ এই পোস্টটি দেখুন
তবে বিয়ের সাজে ছিল না লাল টুকটুকে বেনারসি, একবারে ছকভাঙা সাজে রুদ্র দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। পরনে ছিল ম্যাজেন্টা রঙের বেনারসির সঙ্গে কচি কলাপাতা রঙের ব্লাউজ। মাথায় সোনালি ওড়না, সঙ্গে খোঁপায় ওড়িশি নৃত্যের মুকুটও লাগাতে দেখে যায় তাকে।
এদিন কোন অনুষ্ঠান বাড়ি ভাড়া বা হোটেল বুক করে বিয়ে করেননি তারা। শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে বসেছিল তাদের বিয়ের আসর। ফলে সেখানে ছিল না কোন আমিষ জাতীয় খাবারের আয়োজন। তার বদলে বিয়ের ভোজ হিসেবে ছিল জগন্নাথদেবের ভোগ অর্থাৎ খিচুড়ি, পায়েস, লুচি, ইত্যাদি।
নতুন জীবন শুরুর জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নন্দিনী দিদিকে। গত বছরের শুরুতেই সই-সাবুদ করে বিয়েটা সেরে ফেলেছিলেন নন্দিনী। আর তখনই তিনি জানিয়েছিলেন, শ্বশুরবাড়িতেই থাকেন তিনি। তবে বাপের বাড়িতেও নিয়মিত যাতায়াত রয়েছে তার।
Instagram-এ এই পোস্টটি দেখুন