দু’হাত ভাঙল নন্দিনী চট্টোপাধ্যায়ের, কেমন আছেন অভিনেত্রী?

অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়

অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়, ছোটপর্দায় একজন জনপ্রিয় মুখ। একাধিক বাংলা ধারাবাহিকে তাকে মা-জেঠিমাদের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। দর্শকের খুব প্রিয় অভিনেত্রী তিনি।

কর্মজীবনের পাশাপাশি সমাজমাধ্যমেও দারুণ সক্রিয়। বর্তমানে কাজ করছেন হিন্দি ধারাবাহিক ‘নয়নতারা’তে কাজ করছেন। কিছুদিনের শুটিং করার পরেই বিপদে পড়লেন অভিনেত্রী।

পড়ে গিয়ে দু’হাত ভেঙে গেছে তার। নিজেই প্লাস্টার হাতে ছবি শেয়ার করে সেই খবর ভাগ করে নেন। কীভাবে হাত ভাঙল নন্দিনীর? আজকাল ডট ইন-এর পেজে অভিনেত্রী জানিয়েছেন, ‘তে পড়ে গিয়েই চোট লেগেছিল। কিন্তু অসম্ভব ব্যাথা অনুভব হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেন। জানতে পারেন, দুই হাতই ভেঙেছে তাঁর। তড়িঘড়ি অপারেশন করিয়ে নিই‌। কারণ শুটিং ফ্লোরে ফিরতে হবে তাড়াতাড়ি। এখন যদিও সেরে উঠছি‌। আগের থেকে অনেকটাই ভাল আছি।’