বলি পাড়ায় খুশির খবর! দ্বিতীয়বার বাবা হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নকুল মেহেতা। নকুল মেহেতা স্ত্রী জানকী পারেখ একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই দম্পতি ১৫ আগস্ট ইনস্টাগ্রামে তাদের কন্যা সন্তানের আগমনের ঘোষণা করেন।
২০২১ সালে তাদের প্রথম পুত্র সন্তান ভূমিষ্ঠ। ছেলের ৫ বছরের মাথায় আবারও বাবা-মা হলেন এই বলি দম্পতি। ঘরে লক্ষ্মী আসার খুশির খবর ভাগ করে নেন তারা। ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে দম্পতি লেখেন, “”সে এখানে। সুফি অবশেষে তার রুমিকে পেয়েছে। আমাদের হৃদয় পূর্ণ। 💕 ১৫ই আগস্ট ২০২৫।”
তাদের শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায় তাদের ছেলে বোনকে কোলে নিয়ে বসে রয়েছে আর পরের ছবিগুলি হাসপাতালে তোলা। ছবি পোস্ট করে সুখবর জানাতেই তাদের ঘনিষ্ঠ বন্ধুরা শুভেচ্ছার বন্যা বইয়ে দেয়।
View this post on Instagram