ডিভোর্স হলেও ভালোবাসা কমেনি! জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানালেন নবনীতা

অভিনেত্রী নবনীতা দাস

টেলিপাড়ার এমন কিছু তারকা দম্পতি ছিলেন যাদের দেখে ভালোবাসা ঈর্ষা করত বাকিরা। তবে আজ তাদের পথ আলাদা। সেই আলাদা হওয়ার কারণ অনেক সময় জানা যায় না। যেমন অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাস।

২০১৯ সালে ৬ মে নবনীতা আর জিতু ভালোবেসে বিয়ে করেছিলেন। নবনীতাকে ‘বাচ্চা বউ’ বলে ডাকতেন জিতু। স্ত্রীকে সবসময় আগলে রাখতেন। কিন্তু আচমকাই ধরে যায় তাদের দাম্পত্য ফাটল। ২০২৩ সালে তারা আলাদা হয়ে যান। মন ভাঙ্গে প্রচুর ভক্তদের।

এখন দুজনের পথ একেবারে আলাদা। জিতু ব্যস্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং এবং বড়পর্দা নিয়ে। অন্যদিকে নবনীতা আপাতত অভিনয় জগত থেকে দূরে রয়েছেন।

পথ আলাদা হলেও প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কি সত্যি কমে? অভিনেত্রী নবনীতার ইনস্টাগ্রাম স্টোরি কি সেই ইঙ্গিত দিচ্ছে। আজ জিতু কমলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভীষণ ব্যস্ত অভিনেতা। স্টুডিওতে সকাল থেকে অনুরাগীদের ভিড়। নিজের ফ্যানেদের সাথে কেক কেটে আড্ডা দিয়ে নিজের জন্মদিন কাটাচ্ছেন জিতু। অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত ছোটপর্দার আর্য।

অন্যদিকে, তখন  নবনীতা ইনস্টাগ্রাম স্টোরিতে জ্বলজ্বল করছে প্রাক্তন স্বামীর ছবি। স্ট্রাইপ শার্ট, ধূসর ট্রাউজার্স চোখে চশমা জিতু অদেখা ছবি শেয়ার করে নবনীতা লিখলেন, ‘শুভ জন্মদিন’। যদিও এর বেশি একটা শব্দও খরচ করেননি অভিনেত্রী। জিতু’র থেকে এই বিষয়ে এখনো উত্তর আসেনি।

নবনীতা

নবনীতা’র স্টোরিতে জিতু ছবি দেখে আবেগে ভাসছেন তাদের অনুরাগীরা। তাহলে ডিভোর্স হলেও কি এখনো জিতু’র প্রতি ভালোবাসা রয়ে গেছে নবনীতার হৃদয়ে?