‘আমার সংলাপ লেখার ধরন আলাদা…আমার ধারাবাহিক যদি চার জন কম দেখেন, তাতে কোনও ক্ষতি নেই’, বললেন লীনা গঙ্গোপাধ্যায়

লেখিকা লীনা গাঙ্গুলি

বাংলা সিরিয়ালের লেখনির অন্য মাত্রা যোগ করেছেন লেখিকা লীনা গাঙ্গুলি। শ্রীময়ী, ইষ্টি কুটুম, ইচ্ছে নদী, জল নূপুর এর মতো একাধিক সুপারহিট ধারাবাহিক তার লেখা। শুধু বাংলা নয়, তার লেখা হিন্দি সিরিয়ালে টিআরপির প্রথম পাঁচে থাকে। তবুও তার ধারাবাহিক নিয়ে সমালোচনার শেষ নেই।

লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিক একদিকে যেমন জনপ্রিয়তা পায়, অন্যদিকে ট্রোলের শিকার হয়। বর্তমানে তার লেখা ধারাবাহিক ‘চিরসখা’ এখন সমালোচনার মুখে। যদিও এই সমস্ত জিনিস নিয়ে তেমন পাত্তা দেন না লীনা গাঙ্গুলি।

সম্প্রতি আনন্দ বাজার অনলাইনের কাছে চিরসখা ধারাবাহিক, নিন্দুকের কটাক্ষ আর নিজের কাজ নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। চিরসখায় নিয়ে বাস্তবে যে সমস্যা তুলে ধরা হচ্ছে তার প্রসঙ্গে লেখিকা জানিয়েছেন, ‘আমার সংলাপ লেখার ধরন আলাদা। এখন যে ভাবে বাংলা শুনি, দেখি— তার পর আমার এটাই মনে হয়েছে। বাংলা বলাটাই বদলে যাচ্ছে।কিন্তু আমি এত দিন যে ঘরানায় কাজ করেছি, সেখান থেকে সরে আসতে পারব না। তাতে আমার ধারাবাহিক যদি চার জন কম দেখেন, তাতে কোনও ক্ষতি নেই। ‘শ্রীময়ী’র সময় শুরুতে টিআরপি ছিল ২.৭। সেখান থেকে শেষে শীর্ষস্থান দখল করে। ভাল কাজ দেখানোরও একটা দায়িত্ব থাকা উচিত। আমি সেটাই করতে চাই।’

লীনা গাঙ্গুলি আরও বলেছেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য কিছু সম্পর্কের প্রয়োজন। সেখানে ‘পরকীয়া’ কে ব্র্যান্ড করতে চাই না! চিরসখা ধারাবাহিকের ক্ষেত্রে লোকে যদি ভাবে আমি পরকীয়াকে তুলে ধরছি, তা হলে ভুল হবে। এমন সম্পর্ক তো দেখেছি, যেখানে সব ঠিক আছে, কিন্তু দেখা গেল প্রাণটা নেই। এই প্রাণটা যে দিতে পারবে, তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক না-ও থাকতে পারে। কিন্তু সে বুঝতে পারছে, এক জন আছে বলেই অন্য জন বেঁচে রয়েছে।’

সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/writer-producer-leena-gangopadhyay-speaks-about-her-latest-bengali-serial-chirosakha-and-future-endeavors-dgtl/cid/1589315