চাকরি ছেড়ে অভিনয় জগত! ‘আজকেও আমার ছেলে ছেঁড়া টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়’, মুখ খুললেন ‘ধ্যাস্টামো জেঠু’ সুব্রত গুহ রায়

অভিনেতা সুব্রত গুহ রায়

নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হয়ে বিগত কিছুদিন আগে। আর এই ধারাবাহিকে অখিলেশ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সুব্রত গুহ রায়। যিনি ‘ধ্যাস্টামো জেঠু’ পরিচিত দর্শকমহলে। বর্তমানে পরিণীতা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

নিজের অভিনয় গুণেই দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন। একজন বড় মাপের অভিনেতা তিনি। তবে জানেন কি তারকা হওয়া সত্ত্বেও তিনি একেবারেই মাটির মানুষ। ধনী ব্যক্তিদের মতো নয় বরং তার পছন্দ সাধারণ ভাবে জীবনেযাপন করা। শুধু তাই নয় নিজের সন্তানদেরও সেইভাবেই মানুষ করেছন তিনি এবং তার স্ত্রী।

একসময় ভালো চাকরি করতেন সুব্রত গুহ রায়। তবে অভিনয়ের টানে নিশ্চিত রোজগারের জীবন ছেড়ে অনিশ্চিত রোজগারের পথে পা বাড়ান।

এক সাক্ষাৎকারে অভিনেতা স্ত্রী বলেছিলেন, তার স্বামী একজন নিপাট ভালো মানুষ। নিজের চাকরি ছাড়ার প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, মেয়ে হওয়ার পরেও তার দৈনিক রোজগার ছিল ১৫০ টাকা। এরপর ছেলে জন্ম নেওয়ার পর একসময় অভিনয়ের সুযোগ আসে মাত্র ১৫ দিনের জন্য। তবে সেই ১৫ দিনের অভিনয় পরবর্তীকালে সাড়ে চার বছর হয়ে দাঁড়িয়েছিল। এরাও শত্রু ধারাবাহিকটি ছিল তার জীবনে ঘুরে দাঁড়ানোর অস্ত্র।

এই সাক্ষাৎকারে অভিনেতা এবং তার স্ত্রী আরও জানিয়েছিলেন, তারা কখনোই চাইনি তাদের সন্তান ধনী ব্যক্তির সন্তানদের মতো করে মানুষ হোক। অভিনেতার কথায়, ‘জকেও আমার ছেলে ছেঁড়া একটা টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়, তার লজ্জা করে নতুন জামা পড়তে।’ অভিনেতার সরল মনের পরিচয় পেয়ে আরও যেন ভালোবাসা বেড়ে গেল দর্শকের।