টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। বহু বছর ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রেই অভিনয় করতে দেখা যায়।
বর্তমানে স্টার জলসার চিরসখা ধারাবাহিক এবং জি-বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে অভিনয় করছেন সায়ক। বহুদিন পর আবার তাকে দেখা যাচ্ছে। ইউটিউবে জনপ্রিয় হওয়ার কারণে সেভাবে কাজ পাচ্ছিলেন না তাই বহুদিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন।
সিটি সিনেমার ইউটিউব চ্যানেলের সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ক জানান, আমি যে কয় বছর ধারাবাহিকে কাজ করিনি সেই কয়েক বছর মাও কোন ধারাবাহিক দেখেনি। কোন সিরিয়াল চলত না আমাদের বাড়িতে। শুধুমাত্র জি ২৪ ঘন্টা চলতো যেখানে আমার দাদা নিউজ রিপোর্টার। আমার মা শুধুমাত্র আমার দাদাকেই দেখতো। তার মাঝে কোন সিরিয়াল দেখেনি আমার মা।’
সিরিয়াল বাদেও সায়ক কাজ করেছেন সিনেমাতে। বেলাশুরু সিনেমায় তাকে দেখা গিয়েছিল তবে সায়কের মতে সিনেমাতে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সায়ক বলেন, ‘বেলাশুরুতে বিভিন্ন প্রোমোশানে প্রিমিয়ারে আমাকে দেখা যায় কিন্তু যখন ছবিটি বড়পর্দায় দেখানো হয় তখন সেই ছবিতে নিজেকে খুঁজে পাইনি। ছবি থেকে আমার দৃশ্যগুলি সুন্দরভাবে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। পরে পরিচালক প্রযোজকরা জানিয়েছিলেন ছবিটি অনেক দীর্ঘ হয়ে গেছে তাই জন্য তার দৃশ্য বাদ দেওয়া হয়েছে।’ আর এই ঘটনার পর থেকে সায়কের সিনেমা করার ইচ্ছে চলে যায়।