‘রাতারাতি আমার নাম সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছে’, আক্ষেপ অভিনেতা বোধিসত্ত্ব মজুমদারের

অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার

বর্তমানে বাংলা টেলিভিশন থেকে হারিয়ে যাচ্ছেন অনেক অভিনেতা। একসময় দাপিয়ে কাজ করলেও আজ তাদের পর্দায় দেখা যায় না। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার।

বাংলা চলচ্চিত্র জগতে বড়পর্দা থেকে ছোটপর্দায় একাধিক প্রোজেক্টে কাজ করেছেন একটা সময়। যে-কোনও চরিত্র ফুটিয়ে তোলার অসম্ভব দক্ষতা রয়েছে তার মধ্যে। আজও তাকে মনে রেখেছে দর্শক। তবে এখন তাকে আর পর্দায় দেখা যায় না। বলতে গেলে হারিয়েই গেছেন তিনি।

একসাক্ষাৎকারে আক্ষেপের সুরে অভিনেতা জানিয়েছেন, ‘অনেক সিনেমাতেই প্রযোজক প্রথমে আমাকে নেওয়ার কথা বলেছিলেন এবং পরে রাতারাতি আমার নাম সেই সিনেমা সিরিয়াল থেকে বাদ পড়েছে। কিন্তু কয়েক বছর পর সেই প্রযোজক আমার হাতে পায়ে ধরে অনুরোধ করেছেন অভিনয় করার জন্য।’

সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/actor-bodhisattwa-talks-about-his-demon-27256