‘আমার মা নাকি রুবেলকে…শাস্তি পাবে’, মাকে নিয়ে কুমন্তব্য করায় ক্ষোভ উগড়ে দিলেন শ্বেতা

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

কথায় রয়েছে, নাম থাকলে বদনাম হবেই। সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে সমালোচনা কম কিছু নয়। বর্তমানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ছোট পোশাক মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা। শ্বেতার বিরুদ্ধে সরব হয়েছেন স্বস্তিকা মুখার্জিও।

শুধু তাই নয়, শ্বেতার এক সহ অভিনেত্রী শ্বেতার  দুর্ব্যবহার এবং দাম্ভিক আচরণের অভিযোগ এনেছে। এমনকি শ্বেতাকে মমতা শঙ্করের সাথে তুলনা করা হচ্ছে। শুধু তারকা নয় শ্বেতার মন্তব্যের বিরোধিতায় করেছেন সাধারণ মানুষরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রোলড হচ্ছেন শ্বেতা।

শুধু শ্বেতা নয়, শ্বেতা ভট্টাচার্যের মাকে নিয়েও ধেয়ে কটাক্ষ। এবার সেই নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। শ্বেতা বলেন, “স্তিকা ম্যাম আমার প্রনম্য, ছোটবেলা থেকেই আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। তাই ওনার কথাটা বাদ দিয়ে বাকিদের বলবো, যে কথা আমি বলিনি সেই কথার অন্য মানে বের করে আলোচনায় আসা চেষ্টা করবেন না। আমাকে দীর্ঘদিন ধরে শুনতে হচ্ছে আমি নাকি ব্লাক ম্যাজিকের সাথে যুক্ত। আমি কর্মফলে বিশ্বাস করি। যারা এসব বলছে তারা ঠিক তার শাস্তি পাবে। ”

অভিনেত্রী আরও জানান, “আমি জানি এই ব্ল্যাক ম্যাজিক জিনিস কতটা ভয়ংকর। আমার মা এর ভুক্তভোগী। ছোটবেলায় শুনেছি দাদাও মারা গেছেন ব্ল্যা’ক ম্যা’জিকের শিকার হয়ে।”

শ্বেতা আরও বলেন, “একসময় বলা হয়েছিল আমার মা নাকি রুবেলের উপর বশীকরণ করেছে। আমার মায়ের মত ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই। আমাকে নিয়ে যা খুশি বলুন, উনাকে এসবের মধ্যে জড়াবেন না।’