অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে এই মুহূর্তে আপনারা নিয়মিত দেখতে পারছেন জি-বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে সুপরিচিত হয়ে উঠেছেন মিতুল। এখন তাকে একনামে সবাই চেনে।
ঝাড়গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা। স্কুলের পড়াকালীন জি-বাংলায় প্রথম ‘রানী রাসমণি’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। কিন্তু সেই সিরিয়ালে তার তেমন সংলাপ ছিল না। এই সিরিয়ালের পর জীবনে খারাপ সময় নেমে আসে।
একসময় ‘ঘরে ঘরে জি-বাংলা’ রিয়েলিটি শোতে মিতুল ওরফে আরাত্রিকা জানিয়েছিলেন, ‘রানী রাসমণি’ ধারাবাহিকের পর লকডাউনে সংসারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছিল। আর ঠিক সেই সিরিয়ালের অডিশন চলছিল। সেই সময় ট্রেন বন্ধ। আমি যাতে কলকাতায় আসতে পারি তাই আমার মা বিয়েতে বাবার দেওয়া আংটিটা বেঁচে দেন। আমি বলেছিলাম যদি কাজ না পাই লকডাউনে আমরা কি খাবো? তবু আমার ক্যারিয়ারে স্বার্থে আমার বাব-মা এই ঝুঁকি নিয়েছিল”। অতীতের দিনে কথা বলতে গিয়ে চোখে জল অভিনেত্রীর।