সিরিয়ালের হাত ধরে বড়পর্দায় উথে এসেছে যেই সমস্ত নায়িকারা, তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় যাত্রা শুরু হয়। এরপর দেসের মাটি, রাঙা বউ ধারাবাহিকে কাজ করে বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করেন শ্রুতি।
একাধিক বার নেটিজেনরা তার গায়ের রং নিয়ে তাকে কটাক্ষ করেছেন। মাঝেমধ্যেই তার খুঁত ধরেন সকলে। তবে নিজের প্রতি বরাবরই আত্মবিশ্বাসী শ্রুতি।
একসময় নিজের ইনস্টাগ্রামে নিজের একটি হাসি মুখে ছবি পোস্ট করে শ্রুতি জানিয়েছিলেন তার প্রসঙ্গে তার মা কীভাবে তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। সেই পোস্ট শ্রুতি লিখেছিলেন, ‘ভাগ্যিস আমি ছোটোবেলায় লোকের কথা শুনে দাঁতে ক্লিপ করাইনি। মা বলে ঠোঁট চেপে হাসবিনা মুখ খুলে হাসবি প্রান খুলে একদম দাঁত বের করে। তুই সব এংগেল থেকে সুন্দর। সবাই বলে, এতো মানুষ তোমার উইলঅপাওয়ার ভেঙে দেওয়ার চেষ্টা করে তাও তুমি এতো স্ট্রং কিকরে দিদি? কারন আমার মা আমায় কখনো বুঝতেই দেয়নি যে আমি কোনো অংশে দুর্বল। আমার কোনো খুঁত থেকে থাকলেও বুঝিয়ে এসেছে চাঁদের গায়েও কলঙ্ক আছে❤️ তাই মা জানলার পাশ থেকে আসা চাঁদের আলোয় এখনও আমার ঘুমন্ত মুখ দেখে আর শান্তিতে আদরে বুকে টেনে নেয় আবার চুপিচুপি আদরও করে। আমি কিন্তু টের পাইনা। আমি অনেক পরে জেনেছি😇এটা নাকি মায়ের অভ্যেস। কারন আমার মা সারাদিন বাবু বাবু মেয়ে মেয়ে করেনা খালি দুই বোনের মতো ঝগড়া মান অভিমান খুনসুটি চলে।তবে এই বেশ ভালো আছি।’
View this post on Instagram