‘আমি আর মা ভেবেছিলাম আত্মহত্যা করব…’, মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, বাংলা টলিউডের জনপ্রিয় মুখ। বর্তমানে বাংলা সিনেমায় কাজ করলেও তার ক্যারিয়ার শুরু ছোটপর্দার হাত ধরে। আজও তিনি বাংলা টেলিভিশনে সমান জনপ্রিয়। সাত পাঁকে বাধা, মন ফাগুন এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে তার জুটি আজও টেলিভিশনে হিট।

অভিনেত্রীর নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পেয়েছে। তার মাঝেই একটি পডকাস্টে নিজের কিছু অজানা অতীতের কথা ভাগ করে নিলেন ঐন্দ্রিলা। কম বয়সে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। গাড়ি দুর্ঘটনায় মারা যান তার বাবা। তারপর মাকে নিয়ে শুরু হয় তার স্ট্রাগল।

ঐন্দ্রিলা বলেন, “একটা সময়ে আমি আর মা ভেবেছিলাম আত্মহত্যা করে নেব। কীভাবে ইলেকট্রিক বিল দেওয়া হয়, কীভাবে এটিএম থেকে টাকা তোলে, কীভাবে ব্যাঙ্কের লকারে গয়না রাখা হয়, কিছু জানতাম না। এতটাই নির্ভরশীল ছিলাম বাবার উপর। যখন শ্মশানে বাবাকে ধরে বসে আছি, তখনও বলছি, ”ধূপকাঠি লাগবে? বাবাকে বলো, বাবা এনে দেবে…”

অভিনেত্রী আরও জানান, ‘কম বয়সে বাবাকে হারানোর বিষয়টা তাঁকে এক ঝটকায় অনেকটা বড় করে দেয়।’ সেই সময় অঙ্কুশ বিদেশে শুটিংয়ে থাকায় ঠিক ওই দিনে পৌছাতে পারেনি কিন্ত বাবা চলে যাওয়ার পর অঙ্কুশ আগলে রেখেছে তাদের।