চলতি বছরের গোড়ার দিকেই মা হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। নিত্যদিনের খুঁটিনাটি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সুদীপ এবং অনিন্দিতা। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে সংসার এবং মেয়েকে সামলাতেই ব্যস্ত অভিনেত্রী।
তবে এবার অনিন্দিতার পোস্ট দেখে চিন্তিত অনুরাগীরা। পোস্টে গাড়িতে বসে মাথায় হাত দিয়ে একটি ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। যেখানে অনিন্দিতাকে দেখেই মনে হচ্ছে মানসিকভাবে ভারাক্রান্ত সে। তবে অভিনেত্রীর এমন মন খারাপের কারণ কি?
এদিন নিজের ছবির সাথে ক্যাপশনে অনিন্দিতা লেখেন, ‘কে আসল আর কে আসল হওয়ার ভান করে তার হিসেব করতে গিয়ে, লাভ, ক্ষত্ আয়, ব্যয়, দেনা,পাওনা সব হিসেব ভুলে গিয়েছি, যাচ্ছি!!! হ্যাঁ মাথায় হাত পড়ে গিয়েছে আমার!!! বাই।’
মন খারাপ নাকি কোন বিষয়ে ভীষণভাবে আঘাত পেয়েছেন অনিন্দিতা? নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন জাগলেও আপাতত অনিন্দিতার মন খারাপের কারণ জানা যায়নি।
View this post on Instagram