‘নিজের পরিশ্রমের টাকা আমার চাইতে বাধে’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

নিম ফুলের মধু ধারাবাহিকের হাত ধরেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। যিনি বর্তমানে স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে অভিনয় করছেন। তবে কৃষ্ণা চরিত্রে যেন আলাদাই খ্যাতি পান।

সিরিয়ালের পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছেন। ‘কিলবিল সোসাইটি’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় পেজে লিখেই সেটা মুছে দেন অরিজিতা। যদিও পোস্টটি মুছে দেওয়ার কারণ জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অরিজিতা লেখেন, ‘নিজের পরিশ্রমের টাকা, দায়িত্ব নিয়ে কাজ করে দেওয়ার পর কোনটা নির্দিষ্ট সময় টাকা পেয়ে যাওয়ার? অথচ মুখ ফুটে বারবার চাইতে আমারই বাধে। যাঁরা দিচ্ছেন না, তাঁদের বাধে না?’

অরিজিতার পোস্টে আরেক অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র কমেন্ট বক্সে লেখেন, ‘ক্ষমতার বহির্প্রকাশ। আমি কাজ দিয়ে ধন্য করেছি তাতেই খুশি থাকো।’

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অরিজিতার পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনও কাজ করে পারিশ্রমিক পাননি তাই এমনটা লিখেছেন। কিন্তু কেন পরে পোস্টটি মুছে দিলেন সেই বিষয়ে কৌতূহল জাগছে নেটিজেনদের।

সুত্রঃ https://www . aajkaal . in/story/42336/actress-arijita-mukhopadhay-wrote-a-note-on-social-media-about-tollywood-industry-s-fraud%C2%A0