‘আমার নাতনি একটু ব্যতিক্রম তাই ময়ূরাক্ষীকে নিয়ে চিন্তা হয়…’, আবিরের পর মুখ খুললেন দাদু ফাল্গুনি চট্টোপাধ্যায়

ফাল্গুনি চট্টোপাধ্যায়

অভিনেতা আবির চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেতা। যিনি নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। এমনকি আবির চট্টোপাধ্যায়র যে মেয়ে আছে সেটাই অনেকে জানতেন না। গত হোলি উৎসবে প্রথমবার মেয়ের ছবি সামনে এনেছিলেন অভিনেতা।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মেয়ে ময়ূরাক্ষী নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন অভিনেতা। এদিন তিনি জানিয়েছিলেন, স্বীকার করতে দ্বিধা নেই যে আমার মেয়েটা স্পেশ্যাল চাইল্ড। কী হয়? বাবা হিসেবে কিছু কিছু বিষয় আমি সত্যিই মিস করি। বড় কোনও অনুষ্ঠান বা পাবলিক গ্যাদারিঙ্গে আমি একটা কারণেই ওকে সঙ্গে নিয়ে যাই না। তাঁর কারণ ঐ যে সবাই আমায় একটা প্রাধান্য দেয়, ও আমার সঙ্গে থাকলে ওঁর অসুবিধা হতে পারে। ওঁর সুরক্ষা আমায় দেখতেই হবে। ওঁর যদি সমস্যা হয়, তাহলে আমি পৃথিবীর সবথেকে খারাপ বাবা। আমি সেই কারণেই বিষয়টা এড়িয়ে যায়।”

আবিরের সেই মন্তব্যের পর এবার মুখ খুললেন দাদু ফাল্গুনি চট্টোপাধ্যায়। বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা তিনি। বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

আবিরের মেয়ে অর্থাৎ নাতনি  ময়ূরাক্ষীর প্রসঙ্গে অভিনেতা জানান, “শুটিং শেষ করেই বাড়ি গিয়ে আগে ওর খোঁজ করি। আমাদের জীবন ময়ুরাক্ষী! ওর ভালো থাকাটাই আমাদের কাছে সুখ। আমার নাতনি একটু ব্যতিক্রম সকলের থেকে, তাই ওকে নিয়ে চিন্তা হয় সব সময়। কিন্তু ও খুব ভালো মনের, সবাইকে আপন করে নিতে জানে এবং সবার কথাও শোনে।”

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/abir-chatterjees-father-phalguni-chatterjee-opens-up-emotionally-about-granddaughter-mayurakshi-56134