“শ্বশুর বাবা ঠাকুরদার ভিটে তো বিক্রি করেই…”, ক্ষোভ প্রকাশ মধুবনী গোস্বামীর

মধুবনী গোস্বামী

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই চর্চায় থাকেন মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। এর আগে বহুবার নানা বিতর্কে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তারকা জুটি। সদ্যই ব্যাগের ব্যবসা শুরু করার কথা ঘোষণা করতেই ফের কটাক্ষ ধেয়ে আসে তাদের দিকে। যদিও প্রতিবারের মত নেটিজেনদের কু-মন্তব্যে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ রাজা-মধুবনী।

মাঝেমধ্যে কিছু কিছু মন্তব্যের উপযুক্ত জবাব দিতেও কিছু পা হন না তারা। সম্প্রতি ব্যবসা নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী। মধুবনী একটি ছবি পোস্ট করে লেখেন,

‘মানে লোকজনের মনে এখন আলাদাই লেভেলের হিংসা ভাই! ধীরে ধীরে যেন বন্ধুরা শত্রু হয়ে যাচ্ছে আর শত্রুরা আরও বেশি শত্রু হয়ে যাচ্ছে! কিছু বলার নেই! ব্যাগের ব্যবসা যখন শুরু করলাম, কয়েকজন হঠাৎ বলতে শুরু করলো, “শেষমেশ, ব্যাগ বেঁচতে হচ্ছে!” আরে বাবা ব্যাগ বিক্রি করছি শ্বশুর বাবা ঠাকুরদার ভিটে তো বিক্রি করে দিচ্ছি না।’

আগামী প্রজন্মের কথা উল্লেখ করে মধুবনী লেখেন, “ভবিষ্যতে যাতে আগামী প্রজন্মকে কোনও সমস্যাই না পড়তে হয় তার জন্য আমরা পরিশ্রম করছি। অনেকেই ব্যবসা করতে পছন্দ করেন না। কিন্তু সেটা আলাদা ব্যাপার। আমি দেখেছি আমার ব্যাগ বেশিরভাগ মানুষ কেনেন মারওয়ারি বা গুজরাটি, বাঙালিরা কেনেন না।”

এরপরেই বাড়ি কিনতে যাওয়ার অভিজ্ঞতা থেকে মধুবনী লেখেন, “বেশ কিছুদিন ধরে আমরা বাড়ি দেখছিলাম। বাড়ি কেনার শখ হয়েছিল বলে। সেখানে, একটা জিনিস দেখে ভারী অবাক হলাম- ৯৫ শতাংশ বললেও ভুল বলা হবে না, সবাই বাঙালি! আমি খুঁজে খুঁজেও একটা অবাঙালি খুঁজে পেলাম না! বিষয় টা কি বলুন তো? বাপ-ঠাকুরদার বা শশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে, সেই টাকা খেয়ে নেওয়াটা বিশাল কৃতিত্বের, গর্বের বিষয়! কিন্তু, সৎ পথে থেকে, ব্যাগ বিক্রি করে, দুর্দিনটা আসা থেকে আটকানো, যাতে নিজের বাপ-ঠাকুরদার বা শশুরবাড়ির সম্পত্তি বিক্রি করতে না হয়, সেটা নাকি লজ্জার!”