অঙ্কিতার মুকুটে নতুন পালক! ‘আমার স্বপ্ন পূরণ’, বিশেষ সম্মান পেয়ে বললেন ‘সারেগামাপা’ খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য

অঙ্কিতা ভট্টাচার্য

সারেগামাপা জয়ী অঙ্কিতা ভট্টাচার্যের সাফল্যের কথা নতুন করে বলার নেই। রথীজিৎ ভট্টাচার্যের কাছে তালিম নিয়েছেন। গানের পাশাপাশি পড়াশুনো সমান তালে চালিয়ে যাচ্ছেন। মাত্র ২২ বছর বয়সেই বাংলার গানের দুনিয়ার নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন।

জি বাংলার গানের রিয়ালিটি শো জিতে হইচই ফেলেছিল। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি। একের পর এক প্লে ব্যাক করছেন তিনি। তবে এবার গায়িকার মুকুটে জুড়ল নতুন পালক।

গান ও পরিবেশনায় উৎকর্ষের জন্য গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতলেন অভিনেত্রী। অঙ্কিতার হাতে সেই পুরস্কার তুলে দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল।

পুরস্কার পেয়ে বেজায় খুশি গায়িকা। ফেসবুকে ছবি শেয়ার করে গায়িকা লেখেন, “(গান ও পরিবেশনায় উৎকর্ষ) জন্য গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড (জিইএ)  কাজল ম্যামের হাত থেকে, এটা আমার স্বপ্ন পূরণের মুহূর্ত। এই পুরষ্কারের অংশ হতে পেরে আমি খুব সম্মানিত এবং তৃপ্ত বোধ করছি। আর আমার বাবা মাকে ধন্যবাদ। আমার ভালোবাসা এবং আমার পরিবারের সকল সদস্য। আর তোমাদের সকলের জন্য বিশেষ কারণ তোমাদের সকলের সাহায্য ছাড়া এটা সম্ভব হত না।”