‘মাত্র তিন মাসের মেয়ে আমার কোলেই মারা যায়…’, সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন গোবিন্দার স্ত্রী

গোবিন্দার স্ত্রী

অনেকেই হয়তো জানেন, বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার একটি কন্যা এবং একটি পুত্র সন্তান। কন্যা  টিনা ও পুত্র যশবর্ধন। তাদের নিয়ে ভরা সংসার দম্পতির। কিছুদিন আগে ডিভোর্স নিয়ে জলঘোলা হলেও তা গুজব বলেই উড়িয়ে দেন।

তবে জানেন কি, একটি কন্যা নয় গোবিন্দার আরও একটি কন্যা সন্তান ছিল। সেই সন্তানকে তারা বাঁচাতে পারেননি। এই প্রথমবার আক্ষেপের সাথে সেই খবর ফাঁস করলেন অভিনেতা পত্নী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান হারানোর যন্ত্রণার কথা শোনালেন সুনীতা আহুজা। গোবিন্দার স্ত্রী চোখে জল নিয়ে জানান, ‘‘আমার ও গোবিন্দর দ্বিতীয় বার আর একটি মেয়ে হয়।  অষ্টলক্ষ্মী তাঁর নাম ছিল, সে ছিল প্রি ম্যাচিওর। আমার প্রথম সন্তান টিনার জন্মের পর ফের মেয়ে হয়। কিন্তু সময়ের আগেই হয়েছিল। প্রায় ৮ মাসে জন্ম হয়। আসলে ওর ফুসফুস সেভাবে তৈরি হওয়ার আগেই ওর জন্ম হওয়ায় সমস্যা দেখা দেয়। ভাল ভাবে শ্বাস নিতে পারত না। আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল।’’

সুনীতার আক্ষেপ সেই সন্তান জীবিত থাকলে আজ তিনি তিন সন্তানের মা হতে পারতেন।