‘আমার মেয়ে সম্মানটুকু যেন দেয়’…মেয়ে আরাধ্যাকে নিয়ে কি স্বপ্ন দেখেন অভিষেক?

অভিষেক বচ্চন

সন্তানদের নিয়ে প্রত্যেক বাবা-মায়ের অনেক আশা থাকে। ঠিক তেমনি মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বহুদিন পর ঐশ্বর্যের সঙ্গে আবার সম্পর্ক ভালো হয়েছে বচ্চন পরিবাররে।

এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিষেককে। সিএনবিসি-টিভি ১৮-এর একটি সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল তার পরিবারের এত সাফল্যে তাকে কতটা প্রভাবিত করে?

উত্তরে অভিষেক জানান, আপনি কি আমার বাবার সঙ্গে তুলনা করছে আমাকে। তাহেল অবশ্যই বলব পৃথিবীর সেরা মানুষের সঙ্গেই তুলনা করেছেন আপনি আমাকে। আমার বাবা-মা তো বাকিদের মতোই আমার কাছে আমার বাবা মা। আমার পরিবার এবং আমার স্ত্রী তারা যা সাফল্য অর্জন করেছে তার জন্য আমি গর্বিত।’

আমি এই বয়সে এসেও বাবাকে ৮২ বছর বয়সে কাজ করতে দেখছি। যখন ঘুমোতে যাই তখন এই বিষয়টা নিয়ে চিন্তা করি। আমার বয়স যখন ৮২ হবে তখন যেন আরাধ্যা বলতে পারে আমার বাবা এত বয়সেও কাজ করছেন।’

অভিনেতার ইচ্ছে, ‘ঠাকুরদার কারণে আমরা যে ভালোবাসা পাই, তা অব্যাহত রাখতে কাজ করে যাব। আমি আশা করি আমার মেয়ে এবং আগামী প্রজন্ম এই সম্মান বজায় রাখবে।’

সুত্রঃ eisamay . com