‘আমার মেয়েটা স্পেশ্যাল চাইল্ড…আমি খুব মিস করি…আমার ইচ্ছে হয় যে…’, মেয়ে ময়ূরাক্ষীর জন্য চোখে জল আবিরের

আবির চট্টোপাধ্যায়

টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন আবির চট্টোপাধ্যায়। যিনি জানেন প্রফেশনাল আর ব্যক্তিগত জীবন কীভাবে সামলাতে হয়। নিজের ব্যক্তিগত জীবন তিনি কখনোই প্রফেশনালের সাথে মেলাননি। তাই তো ১৮ বছর স্ত্রী নন্দিনী এবং এক মেয়ে ময়ূরাক্ষীর সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন।

আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে চিনে থাকলেও অনেকেই তার মেয়ে ময়ূরাক্ষীকে চেনেন না। কারণ মেয়েকে বরাবর আড়ালেই রেখেছেন তিনি। কখনো সেভাবে মেয়ের সাথে ছবি শেয়ার করতে দেখা যায়না। এমনকি বাবার ছবির ইভেন্টেও পাওয়া যায় না তাকে।

সম্প্রতি ‘স্ট্রেইট আপ শ্রী’ পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে প্রথমবার আবির তার মেয়েকে নিয়ে মুখ খোলেন। আর এই সাক্ষাৎকারেই প্রথমবার জানা যায় আবিরের মেয়ে স্পেশাল চাইল্ড। তিনি জানান, মেয়েকে ফিল্মি পার্টি বা জনসমক্ষে তিনি মেয়েকে আনেন না কারণ মেয়েকে প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ দেওয়া হোক সেটা তিনি চাননা আর একজন বাবা হিসাবে তিনি সেটা মেনে নিতে পারবে না। তবে বাবা হিসাবে একটা আক্ষেপ রয়েছে আবিরের।

এই পডকাস্টে আবির জানান, “স্বীকার করতে দ্বিধা নেই যে আমার মেয়েটা স্পেশ্যাল চাইল্ড। কী হয়? বাবা হিসেবে কিছু কিছু বিষয় আমি সত্যিই মিস করি। তখন ভাবি, ও যদি এটা এরকম করত। যেমন, ও আমার সিনেমা খুব বেশি একটা দেখে না। আমি চাই, ও একটু সোনা দা দেখুক। যেটা ও দেখে না। ও নিজের মতোই দেখতে থাকে। আমার ইচ্ছে হয় যে ও এই সিনেমাগুলো দেখুক। কিন্তু, সেটা ও করে না। এটা আমি মিস করি।”

অভিনেতা আরও বলেন, “বড় কোনও অনুষ্ঠান বা পাবলিক গ্যাদারিঙ্গে আমি একটা কারণেই ওকে সঙ্গে নিয়ে যাই না। তাঁর কারণ ঐ যে সবাই আমায় একটা প্রাধান্য দেয়, ও আমার সঙ্গে থাকলে ওঁর অসুবিধা হতে পারে। ওঁর সুরক্ষা আমায় দেখতেই হবে। ওঁর যদি সমস্যা হয়, তাহলে আমি পৃথিবীর সবথেকে খারাপ বাবা। আমি সেই কারণেই বিষয়টা এড়িয়ে যায়।”