বেশ কিছু বছর আগেই মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে আলাদা হয়ে যান অভিনেত্রী অহনা দত্ত। যিনি এই মুহূর্তে সন্তানসম্ভবা। ছোটপর্দার দর্শকের কাছে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা সেন।
দীপঙ্কর এবং অহনার সম্পর্ক কোনোদিনও মেনে নেননি অভিনেত্রী মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। আর তার সূত্র ধরেই মা এবং মেয়ের সম্পর্ক চিড়। মা হতে চলেছেন মেয়ে অহনা। এখনো কি মেয়ের উপর অভিমান করে থাকবেন চাঁদনী।
আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন অভিনেত্রীর মা চাঁদনী। চাঁদনী জানান, ‘আমার জীবনে মেয়ে অহনার কোনও অস্তিত্ব নেই। শহরে অনেক কিছুই ঘটছে। কত জনের জীবনে কত কী যে ঘটে যাচ্ছে! সব কিছুর হদিস কি আমরা রাখতে পারি? নাচের স্কুল আর বাবা— এই দুই নিয়েই আমার জীবন।’
অহনার মাকে জিজ্ঞেস করা হয় এতদিন মেয়ে সম্পর্ক রাখেনি বলেই কি তার রাগ? প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘অস্তিত্ব থাকলে তবেই রাগ, অভিমান আসবে। সেটাই যখন নেই…এই অনুভূতি এক দিনে আসেনি। অনেক সময় লেগেছে। নিজেকে বুঝিয়েছি। আমি প্রতিশোধে বিশ্বাসী নই। যখনই কেউ ভাল থাকার জন্য ছেড়ে গিয়েছে, তাকে আমি যেতে দিয়েছি।’