গত বছর নভেম্বর মাসেই কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি। মা হওয়ার খবর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সুনীল শেট্টির কন্যা।
২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তার পর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে চার হাত এক হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির।
বিয়ের এক বছরের মাথায় রাহুল-আথিয়ার ঘরে আসে ছোট সদস্য। একরত্তি মেয়েকে নিয়েই দিন কাটছিল। তবে জন্মের পর থেকে মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করে রেখেছিলেন।
গুড ফ্রাইডের দিন অবশেষে প্রথমবার মেয়ের ছবি শেয়ার করেন রাহুল-আথিয়া । প্রথমবার ছবি প্রকাশ্যের পাশাপাশি মেয়ের নামও ঘোষণা করেন। রাহুল-আথিয়া মেয়ের নাম রেখেছেন ‘ইভারা’।
মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে তারকা দম্পতি লেখেন, ‘আমাদের মেয়ে, আমাদের সব কিছু। ইভারা, ঈশ্বরের উপহার।’
View this post on Instagram