অভিনেত্রী ইন্দ্রাণী পাল, বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। ‘বরণ’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন। তিথি চরিত্রে তার অভিনয় দর্শকের মন জিতে নিয়েছিল। এরপর স্টার জলসার ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। যদিও খুব বেশিদিন এই ধারাবাহিক টিভির পর্দায় চলেনি।
সম্প্রতি ‘দিদি নং ১’ খেলতে এসেছিলেন ইন্দ্রাণী। আর এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজের মনের কথা তুলে ধরেন অভিনেত্রী। রচনাকে বলেন, “আমি একটা সমস্যায় পড়েছি আর সমস্যাটা হল আমি এবার প্রেম করতে চাই। তাই সবাইকে বলেছি একটা ঠিকঠাক বয়ফ্রেন্ড খুঁজে দিতে। আমার বাবা মাও খুব খুশি হবে। আসলে আমি কলকাতায় একাই থাকে, মা আর বাবা পুরুলিয়ায় থাকে। তাই প্রেমিক থাকলে আমাকে একটু গাইড করতে পারে। বাবা-মা চায় কেউ পাশে থাকুক।”
রচনা জিজ্ঞেস করেন, “প্রেমিকের জন্য ক্রাইটেরিয়া কি? উত্তরে ইন্দ্রাণী জানান, “আমার প্রেমিককে হতে হবে আমার বাবার মতো। যেকোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। আমার একটা বাজে স্বভাব রয়েছে। আমি রাগ করি আর না করি কিন্তু রেগে গেলে থামানো যায়না। ওটা একমাত্র আমার আমার বাবা পারে। তাই আমার বাবার মতোই কাউকে চাই। নাহলে কিছুদিন পর সে বাবাকে এসে বলবে রাখুন আপনার মেয়েকে আমি চললাম।’
View this post on Instagram