৭৪০০ টাকা বেতনে কেন্দ্রীয় সরকারের ঘরের চাকরি পেলেন সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী

রূপঙ্কর বাগচী

সকাল সকাল সুখবর দিলেন সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী। কেন্দ্রীয় সরকারের ঘরের চাকরি পেলেন এই জনপ্রিয় গায়ক। আপাতত তার বেতন ৭৪০০ টাকা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সেকথা নিজের মুখে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন > > সময় নিয়ে কিছু উক্তি

গত মার্চ মাসে অল ইন্ডিয়া রেডিওতে (AIR) ‘আধুনিক গান’ ক্যাটাগরিতে অডিশন দিয়েছিলেন তিনি। প্রকাশিত হয়েছে তার ফলাফল। ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এবার থেকে রেডিওতে কণ্ঠ শোনা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পীর।

ফেসবুকে ছবি শেয়ার করে গায়ক লিখেছেন, ‘অল ইন্ডিয়া রেডিওর অডিশন দিইনি আগে কোনওদিন। গত বছর লকডাউনে এক ওলটপালট অবস্থায় দিয়ে ফেলেছিলাম। আজ রেজাল্ট বেরোলো! দিব্য লাগছে।’ তার এই পোস্টে ভরে উঠেছে শুভেচ্ছার বন্যা।

সত্যি জীবনে অপরিকল্পিত যে অনেক কিছু ভালো হয়, তা প্রমাণ করলেন রূপঙ্কর। এমন একটি পরীক্ষার দারুন ফলাফল দেখে আনন্দে আপ্লুত তিনি।

সূত্রঃ bangla . hindustantimes.com/entertainment/rupankar-bagchi-has-done-well-in-air-audition-see-full-post-31638248706483.html

1 Comment

  1. সুদেষ্ণা,
    এটা কোন চাকরি নয়। আকাশবানী কোলকাতার প্যানেলভুক্ত অসংখ্য সংগীতশিল্পী আছেন। কেউ বি গ্রেড, বি+ গ্রেড, কেউ এ গ্রেড। আকাশবানী তার প্রয়োজন অনুযায়ী ওনাদের বুকিং দেন। সচরাচর প্রতি তিনমাসে একবার অর্থাৎ বছরে চারটে বুকিং দেওয়া হয়। যদিও এর কমবেশি হয়। কিন্তু এটা কোন সরকারি চাকরি নয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here