‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে একটি প্রিয় চরিত্র মুমু দিদি। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দেব। ইন্ডাস্ট্রিতে রয়েছেন অনেকদিন ধরেই। নিজের অভিনয় দিয়ে দর্শকমহলে প্রশংসাও পেয়েছেন। কিন্তু কেরিয়ারে সাফল্য পেলেও অভিনেত্রী জীবনে লুকিয়ে রয়েছে কষ্ট আর আক্ষেপ। জীবনের সেই কঠিন দিনগুলো নিয়ে মুখ খুললেন পায়েল।
সম্প্রতি দিদি নং ওয়ানের মঞ্চে মায়ের সঙ্গে হাজির হয়েছেন অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনেই মেয়ের জীবনে সেই কঠিন দিনের কথা শেয়ার করেন অভিনেত্রীর মা। একজন মানুষের সঙ্গে ৩-৪ বছর সম্পর্কে জড়িয়ে ছিলেন পায়েল। শর্মিলা দেবী বুঝতে পারেন ছেলেটি তার মেয়ের জন্য সঠিক নয়। কিন্তু তার মেয়ে কোনও কথা কানে তোলেননি।
সেই ছেলেটির জন্য মায়ের সঙ্গে তর্ক, ঝামেলা এমনকি ভাঙচুরও করতেন অভিনেত্রী। কিন্তু শেষে সেই ভালোবাসার মানুষ ঠকিয়ে অন্য কারোর হাত ধরে চলে যায়। সেই ক্ষত অভিনেত্রীর জীবনে আজও টাটকা। আজও পায়েল ভাবতে পারেননা একজন মানুষকে ভালোবেসে সবটুকু দিয়েও কীভাবে ঠকে। সেই স্মৃতি শেয়ার করতে গিয়ে চোখে জল চলে আসে তার। তবে এই শিক্ষা থেকে তিনি বুঝতে পেরেছেন জীবনে মা কতটা গুরুত্বপূর্ণ।
View this post on Instagram