একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এই দুর্যোগের দিনে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব । আর সেইমতো কথা রেখেছেন অভিনেতা। এবার এক অসুস্থ বৃদ্ধাকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দেব। দেবের এই মানবিকতা ফেসবুকে তুলে ধরেছেন অরিজিৎ নামের এক ভদ্রলোক।
অরিজিৎ মুখোপাধ্যায় নামে এক সমাজসেবী ভদ্রলোক নিজের ফেসবুকে ঝড়ের আগে একটি বৃদ্ধাকে নিয়ে ফেসবুকে পোষ্ট করেন। এই বৃদ্ধা থাকেন সল্টলেকের ফুটপাতে। যিনি এই দুর্যোগের সময় নিজের জায়গা ছেড়ে যেতে চাননি। তবে অরিজিৎ মুখোপাধ্যায় এই বৃদ্ধাকে ‘নানিজি’ সম্বোধন করে পোষ্ট করেন, “আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি গাড়ি নিয়ে অপেক্ষা করব”। আগের বারও ‘নানিজি’ অর্থাৎ এই বৃদ্ধাকে সাহায্যে করেছিলাম আমরা। তবে এবার কাজটা আরও কঠিন কারণ ‘নানাজি’ কোমরে চোটের কারণে নড়াচড়া করতে পারে না।
সেইদিনিই সন্ধ্যের দিকে অরিজিৎ মুখোপাধ্যায় আরেকটি পোষ্ট করে জানান, “‘নানিজি’কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিধাননগর পুলিশের সাহায্যে নিয়ে। তবে অস্ত্রোপচার প্রয়োজন। পরিস্থিতি ঠিক হলে বৃদ্ধা অস্ত্রোপচার করে সুস্থ করার চেষ্টা করব”।
অরিজিৎের এই পোষ্ট নজরে আসে সাংসদ দেবের। আর এই বৃদ্ধার অস্ত্রোপচারে সাহায্যের হাত বাড়িয়ে দেন দেব। বৃদ্ধার অস্ত্রোপচারের খরচের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন দেব। জানা যায় অরিজিৎের পরবর্তী পোষ্ট থেকে।
তার কয়েকদিন পরই অরিজিৎ মুখোপাধ্যায় ফেসবুকে এই বৃদ্ধা ছবি দিয়ে লেখেন, “নানাজি হাসপাতালে রয়েছেন, এখন সুস্থ। খুব শীঘ্রই তার অস্ত্রোপচার করা হবে। সহায়তার জন্য হাত বাড়িয়েছেন সাংসদ দেব। তিনি অস্ত্রোপচারের সমস্ত খরচের দায়িত্ব নিয়েছেন”।
অরিজিৎয়ের পোষ্ট শেয়ার করে দেব লেখেন, “আশাকরি উনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত, আমার প্রার্থনা রইল”। এটা প্রথমবার নয় এর আগেও মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন অভিনেতা।