মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে তার ভক্তদের সবকিছু নিয়ে মাতামাতি করতে দেখা যায়। আর তাদের মাতামাতি যেন বিরোধী পক্ষ অর্থাৎ মিঠাইয়ের সমালোচকরা একেবারেই মেনে নিতে পারে না। আর যার দরুন সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা ভক্তদের এবং হেটার্সদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়।
আসলে সৌমিতৃষা প্রথম সিনেমা প্রধান বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল কিন্তু দ্বিতীয় সিনেমা ‘১০ ই জুন’ একেবারেই মুখ থুবড়ে পরেছে। মিঠাই এর ম্যাজিক এবার আর কাজে লাগেনি। যদিও ইন্ডাস্ট্রিতে হার-জিত রয়েছেই। কিন্তু এই খবরে বেজায় হাসাহাসি করছেন সৌমিতৃষার হেটার্সরা।
নিন্দুকের দাবি প্রধান সিনেমার সাফল্যের কারণ নাকি মিঠাই নয় বরং দেব। দেবের জন্য প্রধান হিট। তাই তো দ্বিতীয় সিনেমা ফ্লপ। কেউ কটাক্ষ করে বলছেন, ‘ফেস ভ্যালু দিয়ে সিনেমা চলে না’। আবার কারো মতে, ‘মিঠাইয়ের দ্বারা নাকি সিনেমা চলবে না সিরিয়ালেই ফিরে আসা ভালো তার জন্য’। সোশ্যাল মিডিয়ায় এরকম ধরণের মন্তব্য করছেন একাধিক নেটিজেনরা। যদিও নিন্দুকের সমালোচনাকে কখনোই পাত্তা দেয়নি মিঠাই রানী বরং সামনে দিকে এগিয়ে যেতে বরাবর পছন্দ তার।