‘কারও উপকার করার কথা ভাবতেই পারবে না’, অমিতাভ বচ্চন কে নিয়ে বেফাঁস মন্তব্য মৌসুমীর

মৌসুমী চট্টোপাধ্যায়

দীর্ঘদিন পর ফের বাংলা সিনেমায় দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে ৷ যশ-নুসরতের প্রযোজনা সংস্থা আনছে নতুন সিনেমা ‘আড়ি’ ৷ আর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে বর্ষীয়ান অভিনেত্রীর। ছেলে এবং মায়ের রসায়নকে কেন্দ্র করেই তৈরি এই গল্প।

শ্যুটিংয়ের কাজে বর্তমানে কলকাতাতেই রয়েছেন মৌসুমী দেবী। সম্প্রতি শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় বসলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বললেন তিনি। জানালেন বিগ বি’র স্ট্রাগলের কথা।

মৌসুমী চট্টোপাধ্যায় জানান, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে আমি যখন কাজ করেছি ও তখন সত্যিই স্ট্রাগল করছে। ও তখন খুব চেষ্টা করছে, খুব খাটত। আর ওর একটা ভাই ছিল অজিতাভ। সে সন্ধ্যাবেলা একটা গাড়ি জোগাড় করে নিয়ে আসত, আর তাতে উঠে ও চলে যেত। নইলে ও খুব চুপচাপ একা বসে থাকত, বা আমার হেয়ার ড্রেসারের সঙ্গে বসে আছে, খাবার খাচ্ছে। খুব কষ্ট করে বড় হয়েছে। কিন্তু বড় হয়ে ভালো হয়েছে সেটা বলব না। এত জিনিস হলে না মানুষের তো ওটা কম হয়ে যায়। কারও উপকার করার কথা ভাবতেই পারবে না তারা।’