বিদেশের মাটিতে বাংলা গানে নাচলেন বঙ্গতনয়া মৌনি রায়

মৌনি রায়

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তার ইনস্টায় একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখে মন ছুঁয়েছে গোটা বাংলার। কি এমন রয়েছে এই ভিডিওতে?

ভিডিওতে দেখা যাচ্ছে বলিউড সুন্দরী অভিনেত্রী মৌনি রায় বিদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে নাচছেন তাও আবার বাংলা গানে। বলিউডে জনপ্রিয় হয়েও বাংলার মেয়ে বাংলাকে ভুলতে পারেননি।

ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন মৌনি রায়। আর তার পাশে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। মৌনি বাংলা লোকগানে তাকে হুক স্টেপ শেখাচ্ছেন। মৌনিকে বাংলা গানটি গাইতেও দেখা যাচ্ছে। আর এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন তার বাঙালি ভক্তরা।