অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবনে খুশির খবর। যার একমাত্র কারণ অভিনেত্রীর মেয়ে অন্বেষা। বরাবরই মেয়ে অনেক বড় হবে এমনটাই স্বপ্ন দেখতেন স্বস্তিকা। আর আজ তার সেই স্বপ্ন পূরণ হল। ছোট থেকেই অন্বেষার অভিনয়ের প্রতি ঝোঁক ছিল না। নিজের লক্ষ্যে পৌঁছাতে সেই মতোই সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে সে।
কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশন্যাল স্কুল থেকে মাধ্যমিকের পর মুম্বইয়ের সোফিয়া কলেজে সাইকোলজি আর সোসিওলজি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে অন্বেষা। স্কলারশিপে লন্ডনে পাড়ি দেয় অন্বেষা। কার্ডিফ ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি লাভ করে।
অবশেষে লন্ডনে নিজের পছন্দের চাকরি পেয়ে নিজের স্বপ্ন পূরণ করেছে স্বস্তিকা কন্যা অন্বেষা। মেয়ের সাফল্যে গর্বিত মা স্বস্তিকা ভালোবাসায় ভরা পোস্টে এই সুখবর জানিয়ে লেখেন, “মানি সাইকোলজিতে এম.এস.সি করে এখন কার্ডিফ থেকে লন্ডন পাড়ি দিল। নিজের চেষ্টায় সফল হয়েছে। এত বড় ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে, মাসের পর মাস ইন্টারভিউ দিয়ে অবশেষে ওর মনের মতো চাকরি পেয়েছে ওর প্রাণের শহরে।”
স্বস্তিকা আরও লেখেন, “সন্তানেরা যা হওয়ার স্বপ্ন দেখে, তাদের সেই পথে হাঁটতে দেখাই সবচেয়ে বড় আনন্দ। আমার মেয়ে আবেগে আমায় ধন্যবাদ দিতে এলেই বলি, সব তুমি করেছ মা আমার। আমি শুধু বটগাছের মতো ছায়া দিয়েছি।”
স্বস্তিকার মতে দামি বাড়ি কিংবা গাড়ি নয়, মেয়ের সাফল্যে মোড়া ভবিষ্যৎই তার একমাত্র কাম্য। স্বস্তিকার কথায়, “সন্তানের যেখানে পড়ার ইচ্ছে, মা হয়ে আমি যেন সেটা পূরণ করতে পারি—এই চিন্তাই আমায় এগিয়ে নিয়ে গেছে।”