মা সারদা থেকে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র সৃজিতা! ছোট অয়ন্যার অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক

অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী

বাংলার শিশুশিল্পীদের মধ্যে নতুন মুখ অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী। এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পারছেন জি-বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। বোধিসত্ত্বের নতুন স্কুলের ক্লাসমেট সৃজিতা চরিত্রে অভিনয় করেছেন এই মেয়েটি। এই মুহূর্তে সহপাঠীর সঙ্গে বোধির টক্কর। ধারাবাহিকে তাঁর চরিত্রটি বেশ পছন্দ দর্শকের। ইতিমধ্যেই দর্শকের প্রশংসা পাচ্ছে এই মেয়েটি।

শিশুশিল্পী অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জীকে এর আগেও আপনারা পর্দায় দেখেছেন। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের প্রথম দিকে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল অয়ন্যা। অতটুকু বয়সে  ছোট্ট মা সারদার ভূমিকা খুব সুন্দরভাবে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছিল মেয়েটি, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক।

অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী

ছোট বয়সে তাঁর এত সুন্দর অভিনয় তাঁকে বড়পর্দায় সুযোগ এনে দেয়। মা সারদা চরিত্রে অভিনয় করার পরই মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ সিনেমায় ডাক পান। এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন ভাগ করেছিলেন  অয়ন্যা। পর্দার বাইরেও অভিনেত্রীর সঙ্গে তাঁর ভালো বন্ডিং তৈরি হয়ে যায়।

‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র সৃজিতা তথা অয়ন্যা এখন ক্লাস ফোরে পড়াশুনো করে। পড়াশুনোর পাশাপাশি একজন বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে সে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here