২৭ বছরে পা দিল ঋদ্ধি সেন। গতকাল অর্থাৎ ১৯ মে ছিল তার জন্মদিন। ঋদ্ধির জন্মদিনে নিজের হাতে পায়েস থেকে শুরু করে সব পছন্দের খাবার রেঁধে দিয়েছেন তার মা রেশমি সেন। শুধু তাই নয়, সকাল সকাল ছেলের শৈশবের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আদুরে বার্তাও দেন।
সোশ্যাল মিডিয়ায় ছেলের শৈশবের ছবি পোস্ট করে অভিনেত্রী রেশমি সেন লেখেন, ‘যাকে শিরদাঁড়া সোজা করে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের শিরদাঁড়া, এর থেকে আনন্দ বাবা মা’র জীবনে আর কিছুই হতে পারেনা। শুধু মনে রাখিস হাত বাড়ালেই পাশে আমাদের পাবি। শুভ জন্মদিন আমাদের আলো।’
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি সেনকে অনেকে পাকা বলে থাকেন। এই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনের সাক্ষাৎকারে রেশমি জানান, ‘ওকে পাকা বললেও কেউ কখনও খারাপ ছেলে বলতে পারেনি। মানুষ ওর বুদ্ধিদীপ্ত সত্তা দেখেছে। তবে ও ভীষণই ছেলেমানুষ।’