মা কাজে ব্যস্ত, চোদ্দ প্রদীপে বাড়ি সাজাল একরত্তি ইয়ালিনি

ইয়ালিনি

গতকাল ছিল ভূত চতুর্দশী। এদিন সকলে বাড়িতে চোদ্দ প্রদীপ এবং চোদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে। ব্যতিক্রম নয় টলিউডের তারকারা। পরিবারের সকলের সাথে চোদ্দ প্রদীপ জ্বালালেন তারা। তবে এবার কাজের ব্যস্ততার জন্য বাড়িতে ছিলেন না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

তবে বাড়ির গৃহকর্ত্রী অনুপস্থিত থাকলেও তার ছোট মেয়েই ইয়ালিনি পুরো বাড়ি সাজিয়ে তুললেন। সৃষ্টি পান্ডে’র একাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পিসি অর্থাৎ অভিনেত্রী সৃষ্টির সাথে চোদ্দ প্রদীপে সলতে পাকাতে ব্যস্ত ইয়ালিনী।

সেজে গুজে কখনো পিসির সলতে সাজানোতে সাহায্য করছে তো আবার একমনে পিসির কাজ দেখছে সে। ছোট ইয়ালিনির এই ভিডিও মন জয় করে নিয়েছে। ছোট থেকেই শুভশ্রী মেয়েকে সব কাজে পারদর্শী করতে চাইছেন ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।