সম্প্রতি টলি অনলাইনের তরফ থেকে একটি ভিডিও সামনে আনা হয়েছে। আর ভিডিও দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেন। ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে মিমি চক্রবর্তীর জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ এর তালে নাচ প্র্যাকটিস করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
শুভশ্রী গাঙ্গুলির নাচ প্র্যাকটিসের দিন সেখানে হাজির ছিল তার স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান ইয়ালিনি আর ইউভান। মঞ্চের সামনে দাঁড়িয়ে এক পলকে মায়ে নাচ প্র্যাকটিস দেখছে ইয়ালিনি আর ইউভান। যেন দেখে মনে ছোট দুই খুদে মুগ্ধ হয়ে তাদের মাকে নাচতে দেখছে।
শুভশ্রী গাঙ্গুলি সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘ফিল্মফেয়ারের রিহার্সালের বিহাইন্ড দ্য সিন।’ সকলেই এই ভিডিও দেখে প্রশংসা জুড়ে দিয়েছে।
View this post on Instagram